বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : বরাক এডুকেশন সোসাইটি প্রদত্ত এবারের সৈয়দ মুজতবা আলি স্মারক সাহিত্য সম্মাননায় ভূষিত হচ্ছেন বিশিষ্ট সাহিত্যিক, গবেষক ও প্রাক্তন অধ্যক্ষ আবিদ রাজা মজুমদার। সোসাইটির সভাপতি বিজ্ঞানী আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অশোক সেনের পৌরোহিত্যে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির এক সভায় তাঁকে সর্বসম্মতিক্রমে মনোনীত করা হয়। তার আগে সোসাইটির এ সংক্রান্ত নির্বাচনী কমিটি এক প্যানেল তৈরি করে সভায় পেশ করে এবং আলোচনাক্রমে আবিদ রাজা মজুমদারের নাম ঘোষনা করা হয়।
এদিকে বরাক এডুকেশন সোসাইটি প্রদেয় এবারের মওলানা আবুল কালাম আজাদ সম্মানে সম্মানিত হচ্ছেন বরাকের বহুল পরিচিত সাহিত্যিক ও শিক্ষক সঞ্জীব দেবলস্কর। উভয়কে একি অনুষ্ঠানে মর্যাদার স্মারক সম্মাননা তুলে দেয়া হবে বলে সোসাইটির তরফে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২৫ জানুয়ারি এই অনুষ্ঠানের সম্ভাব্য দিনক্ষণ ঠিক করা হয়েছে বলে এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন প্রচার সচিব ইকবাল বাহার লস্কর।


