রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : শ্রীভূমির চরবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহতদের শিলচর মেডিক্যালে দেখতে গেলেন শিলচর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল। শ্রীভূমির চরবাজারে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার ঘটনায় আহতদের খোঁজ নিতে বৃহস্পতিবার শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে দলবল নিয়ে পৌঁছান অভিজিৎ পাল। তারা আহতদের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ জানান।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অভিজিৎ পাল বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক যে শ্রীভূমির সিভিল হাসপাতালে আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধও ছিল না। পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাদের শিলচরে স্থানান্তর করেন।”
তিনি অভিযোগ করে বলেন, শ্রীভূমি থেকেই কৃষ্ণেন্দু পাল মন্ত্রী হওয়া সত্ত্বেও এলাকার হাসপাতালে ওষুধের অভাব উদ্বেগজনক। বিজেপি সরকার উন্নয়নের কথা বললেও বাস্তবে তার প্রতিফলন নেই। হাসপাতালে রোগীদের জন্য পর্যাপ্ত ওষুধ না থাকার কারণ সরকারকেই ব্যাখ্যা করতে হবে বলে মন্তব্য করেন তিনি। শেষে অভিজিৎ পাল আহতদের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ুর জন্য ঈশ্বরের প্রতি প্রার্থনা জানান।


