কাটাখাল বাইপাসে সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যু কাটলিছড়ার যুবকের

এমএ লস্কর, কালীনগর।
বরাক তরঙ্গ, ২৭ ডিসেম্বর : সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল কালীনগরে। শুক্রবার সকালে কাটাখাল বাইপাস কালীনগর পঞ্চম খণ্ড এলাকায় লরি-অল্টোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। ভয়ঙ্কর সংঘর্ষে হাইলাকান্দির কাটলিছড়ার উঠতি যুবক ২৩ বছরের রূপম রায় ঘটনাস্থলেই প্রাণ হারালেন। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও একজন যাত্রী। আহত হয়েছেন দুই জন যাত্রী।

কাটাখাল বাইপাসে সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যু কাটলিছড়ার যুবকের

ঘটনার খবর পেয়ে কাটাখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কালীনগর সরোজিনী হাসপাতালে পাঠানো হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা রূপম রায় নামের যাত্রীকে মৃত বলে ঘোষণা দেন।  আশঙ্কাজনক অবস্থায় আহত দুজনকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই ঘটনার পর স্থানীয়দের ধারণা  ঘন কুয়াশার ধরুন দুর্ঘটনা সংঘটিত হয়েছে। আহতরা হলেন বিশ্বজিৎ, রিকি ও নিরঞ্জন দে।

কাটাখাল বাইপাসে সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যু কাটলিছড়ার যুবকের

Author

Spread the News