জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ ডিসেম্বর : সোমবার শিলচর এক অনুপ্রেরণামূলক মুহূর্তের সাক্ষী থাকল, যখন রাজস্থানের তরুণ সাইক্লিস্ট ও পরিবেশকর্মী পাপ্পু রাম চৌধুরী কাছাড়ে পৌঁছান। পরিবেশ সচেতনতা জাগ্রত করা ও ভারতের যুবসমাজকে অনুপ্রাণিত করার লক্ষ্য নিয়ে তাঁর ব্যতিক্রমধর্মী দেশব্যাপী যাত্রার আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক চিহ্নিত হলো এই আগমন। ‘শক্তি সংকল্প সফর, মাউন্ট এভারেস্ট সাইক্লিং অভিযান’-এর ব্যানারে সাইক্লিং করে চৌধুরীর এই মিশন সহনশীলতা, অভিযান ও সামাজিক দায়বদ্ধতাকে এক সুতোয় বেঁধেছে।
২১টি রাজ্য ও ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে চৌধুরী ইতিমধ্যেই সাইকেলে ৩৮,০০০ কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করেছেন, যা কেবল দূরত্ব অতিক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এক বৃহত্তর লক্ষ্য দ্বারা চালিত। তাঁর চূড়ান্ত লক্ষ্য ২০২৬ সালে মাউন্ট এভারেস্ট আরোহন করে শিখরে জাতীয় ত্রিবর্ণ পতাকা উত্তোলন করা যা শৃঙ্খলা, ফিটনেস ও অটল দৃঢ় সংকল্পের প্রতীকী প্রকাশ। সাইক্লিং অভিযানের পাশাপাশি চৌধুরী সারা দেশে এক লক্ষ চারা রোপণের উচ্চাভিলাষী সবুজ উদ্যোগ গ্রহণ করেছেন। এ পর্যন্ত তাঁর যাত্রাপথে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে প্রায় ৩০,০০০ চারা রোপণ করা হয়েছে, যা পরিবেশ সংরক্ষণের প্রতি তাঁর অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে।
সোমবার সন্ধ্যায় তরুণ সাইক্লিস্টটি, পাপ্পুরাম চৌধুরী কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদবের সঙ্গে সাক্ষাৎ করেন এবং নিজের যাত্রা ও মিশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। কর্মসূচির অংশ হিসেবে ২৩ ডিসেম্বর সকাল ১১টায় শিলচরের সরকারি বালিকা এমপি স্কুলে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর, যা সুস্থ জীবনযাপনের বার্তাকে আরও শক্তিশালী করবে। নিজের মতামত প্রকাশ করতে গিয়ে চৌধুরী যুবসমাজকে সুস্থ অভ্যাস, শৃঙ্খলা ও বড় স্বপ্ন দেখার সাহস গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, “আমার লক্ষ্য হলো যুবসমাজকে জাতি গঠন, সড়ক নিরাপত্তা, ফিটনেস ও পরিবেশ সুরক্ষার দিকে অনুপ্রাণিত করা। আমি চাই তারা এভারেস্টের মতো উচ্চ স্বপ্ন দেখুক।”


