নেতাজির ১২৫তম জন্মবর্ষ পূর্তি উপলক্ষে দু’দিনের সিনেমা প্রদর্শনীর সূচনা শিলচরে

বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : অনন্য দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬ তম জন্মবর্ষ উদযাপন ও ১২৫তম জন্মবর্ষ পূর্তি অনুষ্ঠানের অঙ্গ হিসেবে আজ মধ্যশহর সাংস্কৃতিক সংস্থার প্রেক্ষাগৃহে দেশাত্মবোধ সিনেমা প্রদর্শনের সূচনা হয়। দুপুর তিনটে নাগাদ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবর্ষ উদযাপন সমিতি, কাছাড় এর অন্যতম উপদেষ্টা প্রাক্তন শিক্ষিকা গৌরি দত্ত বিশ্বাস দু’দিনের সিনেমা প্রদর্শনীর উদ্বোধন করেন। সংগঠনের সম্পাদক সুব্রত চন্দ্র নাথ তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ছাত্র যুবকদের মধ্যে প্রকৃত দেশপ্রেমিক মন গড়ে তোলার প্রয়োজন থেকেই নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬ তম জন্মবর্ষ উদযাপন ও ১২৫তম জন্মবর্ষ পূর্তি উপলক্ষ্যে দেশাত্মবোধ সিনেমা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

দু’দিন দেখানো হবে ‘সুভাষচন্দ্র’, ‘খেলেঙ্গে হাম জি জান সে’, ‘লিজেন্ড অব ভগৎ সিং’ এবং ‘বোস দ্যা ফরগটেন হিরো’ সিনেমা। প্রতিদিন দুপুর ৩ টা শুরু হবে সিনেমা। তিনি বলেন, ১৬ জানুয়ারি সোমবার থেকে ২৪ জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত নানা কার্যসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবর্ষ উদযাপন সমিতি, কাছাড় এর পক্ষ থেকে। এ উপলক্ষ্যে সোমবার জেলার বিভিন্ন প্রান্তে নেতাজির ফটো ও ব্যাজ বিতরণ করা হয়। এছাড়াও ১৮ জানুয়ারি সন্ধ্যা পাঁচ থেকে সদরঘাট সংলগ্ন বিজয়ী সংঘের মাঠে, ১৯ জানুয়ারি ন্যাশনাল হাইওয়ের মাতাবাড়ি প্রাঙ্গণে, ২০ জানুয়ারি অম্বিকাপট্টির দুর্গাশংকর পাঠশালায়, ২৩ জানুয়ারি মধুরবন্দের কাছাড় স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে সংগঠনের উদ্যোগে ও স্থানীয়দের সহযোগিতায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।

নেতাজির ১২৫তম জন্মবর্ষ পূর্তি উপলক্ষে দু'দিনের সিনেমা প্রদর্শনীর সূচনা শিলচরে

আগামী ২১ জানুয়ারি শিলচরের গান্ধী ভবনের সামনে উদ্ধৃতি প্রদর্শনী, ২২ জানুয়ারি সংগঠনের বিভিন্ন আঞ্চলিক কমিটির উদ্যোগে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা, ২৩ জানুয়ারি সকাল সাড়ে আটটায় শহিদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে রাঙ্গিরখাড়িস্থিত নেতাজি মুর্তি পর্যন্ত শোভাযাত্রা এবং ২৪ জানুয়ারি বেলা ১২ টা থেকে শিলচরের নৰ্মাল স্কুল সংলগ্ন চিলড্ৰেন পার্কে দুপুর তিনটে থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ইত্যাদি আয়োজিত হবে। অনুষ্ঠানগুলিতে সবার উপস্থিতি কামনা করছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবর্ষ উদযাপন সমিতি, কাছাড়।

Author

Spread the News