১২০ জন পড়ুয়াকে সামাল দিচ্ছেন এক শিক্ষক, পড়াশোনা লাটে রকমুখ স্কুলে

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১ ডিসেম্বর : সোনাই প্রাথমিক শিক্ষা খণ্ডের অধীনে রকমুখ এলপি স্কুলে ছাত্র অনুপাতে শিক্ষক না থাকায় পড়াশোনা লাটে উঠেছে। সোমবার স্কুলে জড়ো হয়ে একাংশ অভিভাবক ও স্কুলের পড়ুয়ারা ক্ষোভ প্রকাশ করেন। হাতে প্লেকার্ড নিয়ে ছাত্রছাত্রীরা জানান, স্কুলে মাত্র একজন শিক্ষক রয়েছেন। একজন শিক্ষক ১২০ জন ছাত্রছাত্রীদের পড়াশোনা করা সম্ভব নয়। এতে পঠন-পাঠনে তাঁরা মার খাচ্ছেন। ছাত্রানুপাতে স্কুলে শীঘ্রই শিক্ষক নিয়োগ দিতে  রাজ্য সরকারের কাছে দাবি জানান পড়ুয়ারা।
 
এদিকে, একাংশ অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আজ কয়েক মাস থেকে স্কুলে নেই পর্যাপ্ত শিক্ষক। যারফলে এলাকার ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে। কয়েকবার বিভাগীয় আধিকারিকদের শরণাপন্ন হলেও আজ পর্যন্ত শিক্ষক মিলেনি। সংশ্লিষ্ট বিভাগের খামখেয়ালিতে প্রত্যন্ত অঞ্চলের এই স্কুলের পরিকাঠামোও বেহাল অবস্থায় রয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন এসএমসি কমিটির সভাপতি সাহারুল ইসলাম, অভিভাবক যথাক্রমে তইবুর রহমান বড়ভূইয়া, ফজির উদ্দিন মজুমদার, জামাল উদ্দিন লস্কর, সিরাজ উদ্দিন বড়ভূইয়া, গিয়াস উদ্দিন বড়ভূইয়া সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *