অহরহ মাসিক পত্রিকার উন্মোচিত হল বিশেষ শারদীয় সংখ্যা

দুই বিশিষ্ট সাংবাদিককে সংবর্ধনা

বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : উধারবন্দের পানগ্রাম থেকে প্রকাশিত অহরহ মাসিক পত্রিকার ২৫ বছর পূর্তি উপলক্ষে রবিবার উধারবন্দ ব্লক অডিটোরিয়ামে উন্মোচিত হল বিশেষ শারদীয় সংখ্যা। এদিন সংবর্ধনা জানানো হয় বরাকের দুই বিশিষ্ট সাংবাদিক আব্দুল শুক্কুর বড়ভূইয়া এবং উত্তমকুমার সী-কে। আয়োজিত অনুষ্ঠানে বিষয়ভিত্তিক বক্তব্য রাখতে আমন্ত্রিত হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন লেখিকা কাজল দেমতা, লালার সাহিত্যকর্মী আশিসরঞ্জন নাথ, প্রবীণ শিক্ষাবিদ আব্দুল মোহিত বড়লস্কর, শালগঙ্গা নিবাসী শাস্ত্রীয় পণ্ডিত, শিক্ষক অভিজিত চক্রবর্তী প্রমুখ। পৌরোহিত্য করেন উধারবন্দের বিশিষ্ট নাগরিক বিজনবিহারী চক্রবর্তী। উপস্থিত ছিলেন অহরহর সম্পাদক আব্দুল হাই লস্কর।

প্রসঙ্গত, আমন্ত্রিত বক্তারা বরাকের লিটল ম্যাগাজিনের ঐতিহ্য, মাতৃভাষার সঙ্কট, দেবী দুর্গা ও লোকায়ত বাংলা ইত্যাদি বিষয়ের ওপর মনোজ্ঞ বক্তব্য রাখেন। অনুষ্ঠান চলাকালীন সংবর্ধনা জানানো হয় উধারবন্দের বিভিন্ন সর্বজনীন পুজো কমিটিকে। একক আগমনি গান  পরিবেশন করেন শিল্পী ভট্টাচার্য। লালন গীতি ও লোকগীতি শোনান শিলচরের সুপরিচিত শিল্পী বারীন্দ্র দাস। দোতরায় সঙ্গত করেন নিতাই দাস, তবলায় ছিলেন মুকুন্দ চক্রবর্তী। এদিন মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের পর  “আগুনের পরশমণি”-র সুন্দর উপস্থাপনা করেন বিশিষ্ট নৃত্য শিল্লী, নূপুর নৃত্যকেন্দ্রের কর্ণধার মিত্রা সেন। গোটা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাফিউল আলম রিন্টু, স্নেহাংশু তালুকদার, স্বরূপ দত্ত ও শিবাশিস চক্রবর্তী। সহযোগিতায় ছিলেন বিজিত দাস, মহিম উদ্দিন, আয়াজ উদ্দিন সহ অনেকে।

আমন্ত্রিত অতিথিরা অহরহ-র রজতজয়ন্তী বর্ষের এই কার্যক্রম আয়োজনের প্রশংসা করেন ও সমাজের কল্যাণে প্রকাশনা নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে মাতৃভাষা ঐক্যমঞ্চ, ক্লাব রেনেসাঁ, গ্যালাক্সি সহ বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, অনুষ্ঠানে বিভিন্ন বক্তা স্থানীয় লিটল ম্যাগাজিন সংরক্ষণের জন্য উধারবন্দে একটি লাইব্রেরি স্থাপনের ওপর গুরুত্ব আরোপ করেন। সংস্কৃতি কর্মী সঞ্জু রায় জানান  যে মাতৃভাষা ঐক্যমঞ্চ এ ব্যাপারে প্রয়াস অব্যাহত রাখবে। এদিকে সম্পাদক আব্দুল হাই লস্কর জানান, কোভিড পরিস্থিতির জন্য দেরীতে রজতজয়ন্তী অনুষ্ঠান করতে হল। এমনিতে অহরহ প্রকাশনার উনত্রিশ বছর হয়েছে।

Author

Spread the News