গৌরীপুরে তিনটি শিশুর সঙ্গে কুকর্ম, গ্রেফতার যুবক

বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : রাজ্যে ফের ঘটল ধর্ষণ কাণ্ড। এক লম্পট যুবক ৬-৮ বছরের তিনটি শিশুর সঙ্গে কুকর্ম করে বলে অভিযোগ উঠেছে। পুলিশ যুবককে গ্রেফতার করেছে। লজ্জাজনক কাণ্ডটি ঘটেছে ধুবড়ি জেলার গৌরীপুর থানা অধীন ঝালের আলগা অঞ্চলে।
জানা যায়, ঝালের আলগা অঞ্চলের খণ্ডের সাদেক আলি নামে লম্পট যুবক ৬-৮ বছরের তিনটি শিশুর সঙ্গে কুকর্ম করে অভিযোগ এনে নির্যাতিতার পরিবার গৌরীপুর থানায় এফআইআর দাখিল করেন।

এজাহার দায়ের করার পর পুলিশ গতকাল রাতে ওই যুবককে গ্রেফতার করে। যুবককে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য, ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করায় বাহার আলি বেপারী নামে একজন মাতব্বরকে আটক করেছে। এ ছাড়া গণ্যমান্য ব্যক্তিদের কেউ কেউ ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে।

গৌরীপুরে তিনটি শিশুর সঙ্গে কুকর্ম, গ্রেফতার যুবক
গৌরীপুরে তিনটি শিশুর সঙ্গে কুকর্ম, গ্রেফতার যুবক

Author

Spread the News