ধলাইয়ে স্থানীয় প্রার্থী মনোনয়নের দাবি, একাংশ বিজেপি নেতা-কর্মীদের

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ১২ জানুয়ারি : আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কাছাড় জেলার ধলাই বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক তৎপরতা ক্রমেই জোরদার হচ্ছে। সোমবার ধলাইয়ে বিজেপির দলীয় টিকিটে একজন সম্পূর্ণ স্থানীয় প্রার্থী মনোনয়নের দাবিতে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় অংশ নেওয়া দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মূল দাবি ছিল এবার ধলাইয়ে কোনও বহিরাগত প্রার্থী নয়, বরং যিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে কাজ করে এসেছেন এবং স্থানীয় সমস্যার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত, এমন একজন স্থানীয় মুখকেই প্রার্থী করা হোক। এই দাবিকে সামনে রেখে শোভাযাত্রাজুড়ে নানা স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।

উল্লেখ্য, মঙ্গলবার মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাসহ বিজেপির শীর্ষ নেতৃত্ব বরাক উপত্যকা সফরে আসছেন। সফরকালে মুখ্যমন্ত্রী একাধিক সাংগঠনিক ও রাজনৈতিক বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। এই সফরকে কেন্দ্র করে ধলাইয়ে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। বিজেপির নেতা-কর্মীরা বিভিন্ন এলাকায় দলীয় প্রতীক পদ্মফুল এঁকে পরিবেশ সাজিয়ে তুলেছেন।

ঠিক এই আবহেই, মুখ্যমন্ত্রীর সফরের আগের দিন দলীয় টিকিট প্রত্যাশী ও স্থানীয় সমর্থকেরা একত্রিত হয়ে শোভাযাত্রার আয়োজন করেন। জানা গেছে, এতে ১০ হাজারেরও বেশি মানুষের অংশগ্রহণ ধলাইয়ের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। শোভাযাত্রাটি ধলাইয়ের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে।

অংশগ্রহণকারীদের বক্তব্য, এলাকার মানুষের সুখ-দুঃখ বোঝেন এবং দীর্ঘদিন ধরে ধলাইয়ের জন্য কাজ করে আসা এমন একজন নেতাকেই বিজেপির প্রার্থী হিসেবে মনোনীত করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *