সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল মাধ্যমিকের পড়ুয়া

কেএ লস্কর, লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : মাধ্যমিক পরীক্ষায় আর বসা হল না আব্দুর রেহিম লস্করের। উজান তারাপুর হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র আব্দুর রেহিম সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন। শুক্রবার বিকেল অনুমান তিনটায় আলিপুর হাসপাতালের সামনে ৩৭ নম্বর জাতীয় সড়ক দিয়ে বাইক নিয়ে যাওয়ার পথে একটি অটো রিকশার সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়েছিল আব্দুর রেহিম। প্রত‍্যক্ষদর্শীরা গুরুতর আহত রেহিমকে সঙ্গে সঙ্গে আলিপুর ব‍্যুরোজ মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌছার পর আহত আব্দুর রেহিম লস্করের মৃত্যু ঘটে। অন‍্যদিকে, ঘাতক অটো রিকশা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা যায়। দুর্ঘটনার খবর পেয়ে বাঁশকান্দি পুলিশ আলিপুর হাসপাতালে গিয়ে নিহত যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। ইতিমধ্যে স্কুলে তার এডমিট কার্ড এসে গেছে। স্কুল শিক্ষার পাশাপাশি মাদ্রাসায়ও পড়াশোনা করত আব্দুর রেহিম লস্কর। তার বাড়ি লক্ষীপুর থানা এলাকার উজান তারাপুরে। বাবার নাম আব্দুর রহমান লস্কর।  

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল মাধ্যমিকের পড়ুয়া

Author

Spread the News