বাস ও চার চাকার গাড়ির মুখোমুখি, ঘটনাস্থলে মৃত্যু তিনজনের
বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : গোয়ালপাড়া জেলার রংজুলিতে বাস ও চার চাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে ১৭ নম্বর জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তিনজন ঘটনাস্থলেই মারা যান। আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে এবং তাদের চিকিৎসার জন্য রংজুলির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
দুর্ঘটনার তীব্রতা থাকায় দুটি গাড়িই সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। পরে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।