সলগইয়ে ডাম্পারের পেছনে ধাক্কা রাবার বোঝাই কন্টেনারের, আহত এক
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৪ ডিসেম্বর : ফের অসম-ত্রিপুরা ৮ নং জাতীয় সড়কে দুর্ঘটনা। এতে ব্যাপক ক্ষতিগ্রস্থ হল একটি লরি। একটি রাবার বোঝাই কন্টেনার গাড়ি অপর একটি ডাম্পারের পেছনে ধাক্কা দিয়ে ক্ষতিগ্রস্থ হয়। এতে গুরুতর আহত হয়েছেন কন্টেনার গাড়িতে থাকা এক ব্যক্তি। শনিবার রাতে টিআর ০১ একিউ ১৮৮২ নম্বরের কন্টেনার গাড়িটি বাজারিছড়া থানা অধীন সলগই বাজার এলাকায় ঘটে।
এ দিন রাতে পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় পৌছালে আচমকা সামনের দিকে এগিয়ে যাওয়া একটি হাইবা ডাম্পার গাড়ি হঠাৎ ব্রেক কষলে পেছনে থাকা ডাম্পার গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে ডাম্পারের পেছনে ধাক্কা দিলে কন্টেনার গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে এক ব্যক্তি আহত হন। যিনি কন্টেনার গাড়ি চালকের বন্ধু ছিলেন। ঘটনার পর হাইবা ডাম্পার চালক পালিয়ে গা ঢাকা দেয়। পরে খবর পেয়ে তদন্তে নামে স্থানীয় পুলিশ। এতে আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাকুন্দা হাসপাতালে প্রদান করা হয়। বর্তমানে পুলিশ পুরো ঘটনাকে খতিয়ে দেখছে।