লোয়াইরপোয়ায় বীজ ও জৈবিক সার বণ্টন
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : করিমগঞ্জ জেলা কৃষি বিভাগের উদ্যোগে ও পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের প্রচেষ্টায় লোয়াইরপোয়া ও পাথারকান্দির আওতাধীন ব্লকের বিভিন্ন জিপির কৃষকদের মধ্যে রবি শস্যের বীজ ও জৈবিক সার বণ্টন করা হল রবিবার। এতে প্রায় সপ্তাহ দিন ধরে স্থানে স্থানে সভা করে মরসুমি ফসলের বীজ বপন সহ এতে ব্যবহৃত জৈবিক সারের ব্যাবহারে বিষয়ে উপস্থিত কৃষকদের বুঝিয়ে বলেন কৃষি বিভাগের কর্মী সহ জেলা ও লোয়াইরপোয়া মণ্ডলের কৃষাণ মোর্চার কর্মকর্তার সহ বিজেপি দলীয় পদাধিকারীরা।
গত এক সপ্তাহ ধরে চলা আসা কর্মসুচির শেষ দিন ছিল রবিবার। আর এই শেষ সভাটি অনুষ্ঠিত হয় বাজারিছড়া জিপিতে। গত সপ্তায় লোয়াইরপোয়া মণ্ডল কার্যালয়ে স্থানীয় কৃষকদের মধ্যে বীজ বণ্টন করে আনুষ্ঠানিক ভাবে সূচনা করেছিলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল।পরে স্থানে স্থানে সভা করে কৃষকদের মধ্যে বিভিন্ন ধরনের বীজ ও সার বিতরণ করা হয়। এতে সহযোগিতা করে ভারতীয় জনতা পার্টির শাখা সংগঠন লোয়াইরপোয়া মণ্ডল বিজেপির কিষান মোর্চা।
এ নিয়ে কিষান মোর্চার মণ্ডল সভাপতি স্বপন দাস বলেন, বিধায়ক কৃষ্ণেন্দু পালের তৎপরতায় বছরের প্রতিটা মরশুমে এলাকার কৃষকদের সহায়তার জন্য সরকারি ভাবে উন্নত মানের বীজ ও সার সরবরাহ করা হয়ে আসছে। তাঁর লক্ষ্য হল নিজ বিধানসভার কৃষিকাজ এগিয়ে নিয়ে যাওয়া। যাতে ক্ষুদ্র ক্ষুদ্র কৃষকেরা তাঁদের উপার্জন বৃদ্ধি করতে সক্ষম হন। তাছাড়া স্থানীয় কৃষিক্ষেত্রে রোজগারের সম্ভাবনা তৈরি করা যায়। এছাড়াও সময়ে সময়ে সরকারি ভাবি অত্যাধুনিক কৃষি সরঞ্জামেরও ব্যবস্থা করা হয় কৃষকদের জন্য।
স্বপন দাস এও বলেন, বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা পরিচালিত রাজ্য সরকার সহ কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু পাল কৃষকদের উন্নয়নে সর্বদা আন্তরিক।এতে কৃষকদের আর্থিক সহায়তা সহ তাঁদের সার্বিক উন্নয়নে ডবল ইঞ্জিন সরকার একাধিক প্রকল্পের ব্যবস্থা করেছে। অনুরূপ ভাবে দলের পক্ষে কিষান মোর্চার প্রত্যেক কার্যকর্তারা কৃষকদের পাশে দাঁড়িয়ে তাঁদের সহায়তার জন্য কাজ করে চলেছেন বলে জানান স্বপন দাস। তিনি আরও বলেন, এবার বৃহত্তর এলাকার কয়েক হাজার কৃষক এতে উপকৃত হবেন। কেননা তাঁদের সবাইকে কৃষি আধিকারিকের পর্যাপ্ত পরামর্শ সহ বীজ ও সার বিতরণ করা হয়।রবিবারের কার্যক্রমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা কিষান মোর্চার সভাপতি অমিতাভ দে, লোয়াইরপোয়া ব্লক মণ্ডল বিজেপির সভাপতি হৃষিকেশ নন্দী, সাধারণ সম্পাদক কিশোর চৌধুরী, সহ লোয়াইরপোয়া জিপির প্রাক্তন আঞ্চালিক পঞ্চায়েত সদস্যা সম্পা চৌধুরী সহ মণ্ডল বিজেপি কার্যকর্তা বিশ্বজিত চক্রবর্তী, শশীভূষণ রায়, ও দেবেন সিনহা প্রমুখ।