শিলচরে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা সভা মন্ত্রী কৃষ্ণেন্দুর

জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ ডিসেম্বর : পশুসম্পদ ও পশুচিকিৎসা, মৎস্য এবং লোকনির্মান গ্রামীণ  (সড়ক) বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শনিবার শিলচরে জেলা কমিশনারের সভাকক্ষে একটি বিস্তৃত পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন। এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সংশ্লিষ্ট দপ্তরগুলির অধীনে সরকারি চলতি প্রকল্পগুলির অগ্রগতি মূল্যায়ন এবং প্রধান কর্মসূচিগুলির কার্যকর বাস্তবায়নের জন্য কৌশল নির্ধারণ, যাতে উপভোক্তাদের কাছে প্রকল্পের সুফল পৌঁছায়।

বৈঠকে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তাঁর উদ্বোধনী ভাষণে সরকারের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নীতির প্রতি দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, “আমাদের লক্ষ্য হলো, প্রতিজন নাগরিক সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা পান তা নিশ্চিত করা এবং এইসব উদ্যোগকে বাস্তব ও পরিমাপযোগ্য অগ্রগতিতে রূপান্তরিত করা। নিরবচ্ছিন্ন বাস্তবায়ন এবং ধারাবাহিক নজরদারি এই লক্ষ্য অর্জনের মূল চাবিকাঠি।” মন্ত্রী পাল, চলতি প্রকল্পগুলির বাস্তবায়নের পথে উদ্ভূত সমস্যা নিরসনে আন্তঃবিভাগীয় সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেন।

শিলচরে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা সভা মন্ত্রী কৃষ্ণেন্দুর

বৈঠকে উপস্থিত ছিলেন তিন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মিহিরকান্তি সোম এবং নীহাররঞ্জন দাস। এছাড়াও, কাছাড়ের জেলা কমিশনার মৃদুল যাদব, জেলা উন্নয়ন কমিশনার নরসিং বে এবং বিজেপি কাছাড় জেলার সভাপতি বিমলেন্দু রায় সহ পশুসম্পদ ও পশুচিকিৎসা, মৎস্য, লোকনির্মান গ্রামীণ সড়ক বিভাগের শীর্ষ আধিকারিক ও কর্মীরা বৈঠকে অংশগ্রহণ করেন।

শিলচরে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা সভা মন্ত্রী কৃষ্ণেন্দুর

বৈঠকে সংশ্লিষ্ট দপ্তরগুলির আধিকারিকরা চলতি প্রকল্পগুলির খতিয়ান তুলে ধরেন এবং প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যা নিরসনে এবং উন্নয়ন প্রচেষ্টাকে ত্বরান্বিত করার লক্ষ্যে ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন। মন্ত্রী পাল কর্মকর্তাদের উদ্ভাবনী সমাধান গ্রহণ এবং প্রকল্প বাস্তবায়নে যেকোনো ধীরগতি কাটিয়ে উঠতে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন, যাতে প্রকল্পের সুবিধা জনসাধারণের কাছে যথাযথ ভাবে পৌঁছায়।

Author

Spread the News