পীর ফজল শাহর মোকামের বার্ষিক জলসা ২৪  জানুয়ারি

বরাক তরঙ্গ, ১৪ ডিসেম্বর : প্রতিবছরের ন্যায় এ বছরও শিলচর পঞ্চায়েত রোডে হজরত পীর ফজল শাহর মোকামের ৪৫তম বার্ষিক জলসার আয়োজন করা হবে আগামী ২৪ জানুয়ারি শুক্রবার।সেদিন দুপুরে জুম্মার নামাজের পর তরিকতের পতাকা উত্তোলন, এরপর কোরান খতম, খতমে খাজেগান, সন্ধ্যা ওয়াজ মহফিল অনুষ্ঠিত হবে। 

এতে উপস্থিত থাকবেন মওলানা মকবুল ও হোসেন, মওলানা ফকরুল ইসলাম। রাত ৯ টা ৩০ মিনিটে দোয়া ও শিরনি বিতরণ করা হবে বলে জানান পরিচালনা কমিটির সদস্যরা। এই শিলচর পঞ্চায়েত রোডে থাকা  ফজল শাহর মোকামের বার্ষিক জলসায় এই অঞ্চলের বসবাসকারী সকল স্তরের ধর্মপ্রাণ মানুষদেরকে উপস্থিত থাকার বিনম্র অনুরোধ জানান পরিচালনা কমিটির সদস্যরা।

পীর ফজল শাহর মোকামের বার্ষিক জলসা ২৪  জানুয়ারি

Author

Spread the News