রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ জানুয়ারি : শিলচর সদরঘাট পুরনো সেতু থেকে যুবক বরাক নদীতে মরণঝাঁপ এক যুবকের। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে। যুবকের নাম অখিলেশকুমার মাহাত্তা। ঘটনাটি দেখে সঙ্গে সঙ্গে স্থানীয়রা পুলিশ ও এসডিআরএফ বাহিনীকে খবর দেন। এসডিআরএফ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে বরাক নদীতে তল্লাশি অভিযান চালাচ্ছে।
কী কারণে যুবক নদীতে মরণঝাঁপ দিয়েছে তা এখন পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি। অখিলেশকুমার শিলচর শহরের বাসিন্দা বলে জানা যায়।



