অযোধ্যার ৫১ টি ঘাটে ২৩ লক্ষ প্রদীপ জ্বলল, রেকর্ড

১৩ নভেম্বর : দীপাবলিতে অযোধ্যার ৫১ টি ঘাট জুড়ে, একই সময়ে প্রায় ২৩ লক্ষ প্রদীপ প্রজ্বলিত করা হয়েছে, যা একটি নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে।

“আশ্চর্যজনক, অবিস্মরণীয়”, দীপাবলিতে অযোধ্যার ছবি শেয়ার করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোকজ্জ্বল ছবি শেয়ার করে তিনি লিখেছেন, অযোধ্যায় যে লক্ষ লক্ষ প্রদীপ জ্বলছে, তা দিয়ে আলোকিত হয়েছে গোটা দেশ। হিন্দিতে তিনি লিখেছেন, দিপোৎসবের শক্তি ভারতজুড়ে নতুন উদ্দীপনা ছড়িয়ে দিচ্ছে। সঙ্গেই লিখেছেন, “আমি কামনা করি, ভগবান শ্রীরাম সমগ্র দেশবাসীর মঙ্গল করবেন।”

অযোধ্যার ৫১ টি ঘাটে ২৩ লক্ষ প্রদীপ জ্বলল, রেকর্ড

যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মসনদে বসার পরেই অযোধ্যায় ২০১৭ সাল থেকে দিপোৎসব এর সূচনা হয়। প্রথম বছর প্রায় ৫১ হাজার প্রদীপ জ্বালানো হয়েছিল। ২০১৯ সালে প্রদীপের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪ লক্ষের বেশি। ২০২০ সালে প্রায় ৬ লক্ষ প্রদীপ জ্বালানো হয়েছিল, ২০২১ সালে সেই সংখ্যা পৌঁছেছিল ৯ লক্ষে।

Author

Spread the News