কাঠমাণ্ডুতে ১৯ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান
২৪ জুলাই : টেক অফের সময়ই বিপত্তি। যাত্রীদের নিয়ে ভেঙে পড়ল বিমান। বুধবার নেপালের কাঠমাণ্ডুতে ভেঙে পড়ে একটি যাত্রীবাহী বিমান। জানা গিয়েছে, বিমানে মোট ১৯ জন যাত্রী ছিলেন। একাধিক যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে শুরু হয়েছে উদ্ধারকাজ।জানা গিয়েছে, কাঠমাণ্ডু থেকে পোখরা যাচ্ছিল বিমানটি।
বুধবার সকাল ১১টা নাগাদ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের সময়ই মুখ থুবড়ে ভেঙে পড়ে বিমানটি। মোট ১৯ জন যাত্রী ছিল বিমানে। দুর্ঘটনায় সকলেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
এখনও পর্যন্ত পাঁচজনের মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছেছে। বিমানের পাইলটকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।