বিশাল তিমি ডুবিয়ে দিল জাহাজ

২৪ জুলাই : বিশাল আকৃতির তিমি জল থেকে বেরিয়ে এসে ছোট জাহাজে হামলা চালায় । তিমিটি জাহাজের উপর উঠে পড়লে সেটি সমুদ্রে ডুবে যায়। ঘটনটি মঙ্গলবার সকালে আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের পোর্টসমাউথ হারবারে। জাহাজের কাছাকাছি একটি নৌকা থেকে সেই ঘটনার ভিডিও রেকর্ড করা হয়।

ভিডিওটিতে দেখা গেছে অন্তত দুইজন জাহাজে ছিল। তারা হল কলিন (১৬) এবং ওয়াট ইয়াগার (১৯)। তারা সমুদ্রে মাছ ধরছিল। সেই সময় তিমিটি আচমকা জল থেকে বেরিয়ে এসে তাদের জাহাজে উঠে পড়ে। ভিডিওতে মুহূর্তটি ধরার পর, তারা ওই দুই তরুনকে সাহায্য করতে ছুটে আসেন। শেষ পর্যন্ত তাদের মধ্যে একজন নৌকা থেকে লাফ দিয়েছিল এবং অন্যজন নৌকায় উঠতে সক্ষম না হয়ে সে দ্রুত সাঁতার কাটে। স্থানীয় রিপোর্ট অনুযায়ী, কেউ আহত হয়নি।

বিশাল তিমি ডুবিয়ে দিল জাহাজ

মার্কিন কোস্ট গার্ড নিশ্চিত করেছে যে জাহাজের দুই তরুনের কেউই আহত হয়নি এবং তিমিটিও এই ঘটনায় অক্ষত ছিল বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত,নিউ হ্যাম্পশায়ার বন্দরের জলে প্রায়ই তিমি দেখা যায়, বিশেষ করে জুন এবং আগস্টের মধ্যে তিমিদের উপস্থিতি নজরে পড়ে।

Author

Spread the News