বাইপাসে সুপারি ভর্তি ট্রাকের ধাক্কায় মৃত্যু দুধ বিক্রেতার, উত্তেজনা

বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : ভারী বৃষ্টির সুযোগ নিয়ে সুপারি বোঝাই ট্রাক দ্রুত গতিতে পালাতে গেলে শিলচর বাইপাসে ঘটে গেল ভয়ানক দুর্ঘটনা। বাইপাস সংলগ্ন আতালবস্তি এলাকায় সুপারি ভর্তি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ গেল এক দুধ বিক্রেতার। নিহত দুধ বিক্রেতা আতালবস্তির বাসিন্দা সরজু গোয়ালা বলে জানা গেছে। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। সরজু গোয়ালা দুধ বিক্রি করে সাইকেলে ঘরে ফিরছিলেন। ধলাইর দিক থেকে দ্রুতগতিতে আসা এএস ১১ ডিসি ৮০৬৬ নম্বরের একটি বারো চাকার সুপারি ভর্তি ট্রাকটি এসে সজোরো ধাক্কা মারে সরজু গোয়লার সাইকেলে। ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন সরজু। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন ছুটে এসে ট্রাকটি ধরে ফেলেন। এবং ট্রাকে ভাঙচুর চালান উত্তেজিত জনতা।

একদিকে দুর্ঘটনায় সরজুর মৃত্যু আর অন্যদিকে ট্রাকে সুপারি বোঝাই। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। খবর পেয়ে বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সদর ওসি অমৃতকুমার সিং। পাশাপাশি দাবি উঠে মৃতের পরিবারের ক্ষতিপূরণ দেওয়া নিয়েও। এনিয়ে বেশ কিছু সময় বাইপাসে পরিস্থিতি বেশ উত্তপ্ত ছিল। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে সরজুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।

Author

Spread the News