বাংলা বলাই কাল, ওডিশায় পিটিয়ে খুন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে!

২৫ ডিসেম্বর : ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ফের প্রাণ হারালেন বাংলার এক ভূমিপুত্র। ওডিশার সম্বলপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে জুয়েল রানা নামে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মারার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ওডিশার বিজেপি সরকার এবং বাংলার শাসকদল তৃণমূলের মধ্যে চরম রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে।

মুর্শিদাবাদের (Murshidabad) সুতি-১ নম্বর ব্লকের বাসিন্দা জুয়েল রানা পেশায় রাজমিস্ত্রি। কয়েকদিন আগেই কাজের সন্ধানে তিনি আরও কয়েকজন বন্ধুর সঙ্গে সম্বলপুর গিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বুধবার রাতে একটি চায়ের দোকানে বসে জুয়েল ও তাঁর সঙ্গীরা নিজেদের মধ্যে বাংলা ভাষায় কথা বলছিলেন। অভিযোগ, ঠিক সেই সময় পাঁচজনের একটি দল তাঁদের ওপর চড়াও হয় এবং ‘বাংলাদেশি’ বলে গালিগালাজ শুরু করে। শ্রমিকেরা তাঁদের বৈধ ভারতীয় পরিচয়পত্র দেখালেও দুষ্কৃতীরা তা মানতে অস্বীকার করে। প্রাণের ভয়ে অন্য সঙ্গীরা পালিয়ে গেলেও জুয়েলকে ধরে ফেলা হয়। রাস্তায় ফেলে তাঁকে বেধড়ক মারধর করা হয়, যার ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *