সপ্তগ্রামে নীহারের সমর্থনে পদযাত্রা ও জনসভা

সপ্তগ্রামে নীহারের সমর্থনে পদযাত্রা ও জনসভা

বরাক তরঙ্গ, ৩০ অক্টোবর : বিজেপি প্রার্থী নীহাররঞ্জন দাসের সমর্থনে সপ্তগ্রাম জিপিতে পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত হয়। বুধবার ধলাই এলাকার সপ্তগ্ৰাম জিপিতে বিজেপির কর্মী ও সমর্থকদের নিয়ে এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়। এরপর বিজেপি কর্মী ও সমর্থকদের নিয়ে সপ্তগ্রাম জিপির মণিপুরি মার্কেটে এক জনসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ধলাই উপনির্বাচনে বিজেপি প্রার্থী নীহাররঞ্জন দাস, রাজ্য কমিটির সম্পাদক আতাউর রহমান লস্কর, সদস্য নুরুল আলম মজুমদার প্রমুখ।

সভায় বক্তব্য রাখতে প্রার্থী নীহাররঞ্জন দাস বলেন, রাজ্যের উন্নয়নে ব্যর্থ কংগ্রেস। এই দল শুধু হিন্দু-মুসলিমদের মধ্যে দাঙ্গা লাগানো চেষ্টা করে। কারণ কংগ্রেসের আমলে সবচেয়ে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয়েছে। আর বিজেপি সরকার সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে চায় এবং সবার উন্নয়ন চায়। প্রধানমন্ত্রীর স্লোগানই “সবকা সাথ, সবকা বিকাশ”। সভায় আতাউর রহমান লস্কর বলেন, ধলাই উপনির্বাচনে নীহাররঞ্জন দাসের জয় নিশ্চিত। কেন্দ্র ও রাজ্যের উন্নয়নমূলক কাজকর্মের জন্য সংখ্যালঘুরাও বিজেপি প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করবেন বলে আশা প্রকাশ করেন। 

সপ্তগ্রামে নীহারের সমর্থনে পদযাত্রা ও জনসভা
বক্তব্য রাখছেন প্রার্থী নীহাররঞ্জন দাস।

এদিনের অনুষ্ঠানের উপস্থিত ছিলেন কাছাড় জেলা সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক বড়ভূইয়া, করিমগঞ্জ সংখ্যালঘু বোর্ডের চেয়ারম্যান ইকবাল হুসেন, সাবির হুসেন লস্কর, মণ্ডল সভাপতি বিধানচন্দ্র পাল, শক্তি কেন্দ্র ইনচার্জ কৃষ্ণাচন্দ্র সিনহা, নবেন্দু লস্কর, ফখরুল ইসলাম লস্কর প্রমুখ।

সপ্তগ্রামে নীহারের সমর্থনে পদযাত্রা ও জনসভা

Author

Spread the News