পথ শিশু সহ স্কুল পড়ুয়াদের  মধ্যে খাতা, কলম ও খাবার বিতরণ শিক্ষার্থীদের শিলচরে

পথ শিশু সহ স্কুল পড়ুয়াদের  মধ্যে খাতা, কলম ও খাবার বিতরণ শিক্ষার্থীদের শিলচরে

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ অক্টোবর : অসহায় পথ শিশুসহ স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে খাতা কলম বিতরনের পাশাপাশি খাবার বিতরণ করে মানবতার অনন্য নজির গড়লেন শিলচরের রামানুজ গুপ্ত ডিগ্রি কলেজর শিক্ষার্থীরা।

বুধবার কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থীরা শিলচরের রাস্তার পাশে থাকা অসহায় পথ শিশু সহ শহরতলী দুধপাতিল এলাকার ৮৮৭ নং হাতিলুমা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে খাতা, কলম, পেন্সিল, রাবার, পেন্সিল কাটার বিতরণ করার পাশাপাশি বিভিন্ন রকমের খাবার বিতরণ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষকা বলেন, আজকে কলেজ শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে উপহার দেওয়া হল তা সত্যিই প্রশংসনীয়। এই উদ্যোগের জন্য কলেজ শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই। এভাবেই সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াবে কলেজ শিক্ষার্থীরা এমন প্রত্যাশা করি।’ কলেজ শিক্ষার্থীরা জানান নিজেদের ‘পকেট মানি’ সংগ্রহ করে এই উদ্যোগ নিয়েছেন তারা। অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে তারা খুবই আনন্দিত। পড়াশোনার পাশাপাশি আগামীতেও এরকম সমাজসেবামূলক কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা।

পথ শিশু সহ স্কুল পড়ুয়াদের  মধ্যে খাতা, কলম ও খাবার বিতরণ শিক্ষার্থীদের শিলচরে

Author

Spread the News