মিনি ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বড়খলার এক ব্যক্তির

ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ১৪ ডিসেম্বর : ঘরের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আনতে দোকানে গিয়ে আর বাড়ি ফেরা হল না বড়খলার পাঞ্জিগ্রামের বাসিন্দা ব্রজকুমার সিংহের। মিনি ট্রাকের ধাক্কায় মৃত্যু ঘটে বছর ৪৫ এর ব্রজ কুমার সিংহের। শুক্রবার রাত সাড়ে সাতটা নাগাদ ঘটেছে সেই মর্মান্তিক দুর্ঘটনা। বড়খলার বাদাম বাড়ি এলাকায়।

এদিকে, দুর্ঘটনা সংঘটিত হওয়ার পর ঘাতক গাড়িটি নিয়ে পালায় চালক। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।জানা গেছে, পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন ব্রজকুমার সিংহ। বাড়িতে রয়েছেন স্ত্রী সহ এক কন্যা, এক ভাই।মা-বাবা অনেক আগেই মারা গেছেন।শনিবার রাত ঘর থেকে বেরিয়ে ছিলেন ঘরের খাদ্য সামগ্রী আনতে।দোকান থেকে সামগ্রী নিয়ে বাড়ি ফেরার পথে ঘটে এ অঘটন। প্রাপ্ত খবর মতে কোয়ারিতে চলাচল করা ৪০৭ মিনি ট্রাক তাঁকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। এতে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে বড়খলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, তাঁর অবস্থা বেগতিক থাকায়, সঙ্গে সঙ্গে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাতেই মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে।

মিনি ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বড়খলার এক ব্যক্তির

Author

Spread the News