নাগরিকদের দেওয়া সব প্রতিশ্রুতিই পালন করছেন মুখ্যমন্ত্রী : কৃষ্ণেন্দু পাল
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ ডিসেম্বর : আগামী দিনে রাজ্য থেকে মৎস্য ও দুগ্ধ রপ্তানি করা যায় তার লক্ষ্যে কাজ করবেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শনিবার শিলচরে গান্ধী মেলার মাঠে মুখ্যমন্ত্রী নেতৃত্বে ১২দিনের বিকাশ যাত্রার অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ দিনের অনুষ্ঠানে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ অন্যান্য বিধায়কদের উপস্থিতিতে কাছাড় জেলায় অসম মাইক্রোফাইনান্স উৎসাহ ও স্বস্তি প্রকল্প ২০২১-এর অধীনে তৃতীয় বর্গের ঋণীদের দ্বিতীয় পর্যায়ে ‘নোডিউজ সার্টিফিকেট’ ১,৮৩৪ জনকে প্রদান করেছেন।

মন্ত্রী পাল বক্তব্যে বলেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের প্রতিজন নাগরিকের কথা চিন্তা করেন। তিনি এও বলেন, মুখ্যমন্ত্রী তাঁর প্রতিশ্রুতি মতো মাইক্র ফাইনান্সের টাকা মকুব করেছেন। এমন মানব দরদী মুখ্যমন্ত্রী তিনি প্রথম দেখেছেন বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যোগের আনুষ্ঠানিকীকরণ (পিএমএফএমইসিড ক্যাপিটাল) প্রকল্পের অধীনে মূলধন বিনিয়োগের ওপর ৩৫৪জনকে সরকারি সাহায্য। দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিকভাবে আর্থিক ২৫৬ জনকে সাহায্য প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিধায়ক নীহাররঞ্জন দাস, বিধায়ক মিহিরকান্তি সোম, জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, প্রাক্তন বিধায়ক অমরচান্দ জৈন, অসম প্রদেশ বিজেপি সম্পাদক কণাদ পুরকায়স্থ, জেলা আয়ুক্ত মৃদুল যাদব ডিডিসি নরসিং বে প্রমুখ।
