ট্রাক থেকে বিপুল পরিমাণ মদ বাজেয়াপ্ত, আটক ২

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মেঘালয় থেকে মিজোরামে অবৈধভাবে বিপুল পরিমাণ বিদেশি মদ (IMFL) পরিবহণের অভিযোগে শিলচর শহরে একটি ট্রাক আটক করা হয়। শুক্রবার আটক করা ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর AS26 AC O429।

যানটি তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৯৫ কার্টন মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে রয়্যাল স্ট্যাগ (ফুল বোতল) ১২০ কার্টন, সিগনেচার (ফুল বোতল) ২৫ কার্টন, ব্লেন্ডার্স প্রাইড (ফুল বোতল) ৩০ কার্টন, ম্যাকডাওয়েল (ফুল বোতল) ১৬ কার্টন এবং রয়্যাল স্ট্যাগ (হাফ) ৪ কার্টন।
এই ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। তারা হলেন ট্রাক চালক মাসুম আহমেদ লস্কর (২৪) এবং সহকারী আব্দুল ওয়াহিদ বারভূইয়া (১৭)। দু’জনের বাড়ি কাটিগড় নুননগরে।ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *