বরাক তরঙ্গ, ১৪ ডিসেম্বর : গুহাটিতে শ্রমিক-কৃষক ও কৃষিশ্রমিকদের এক বিশাল সমবেশ অনুষ্ঠিত হয়। রবিবার সিটু, সারা ভারত কৃষক সভা ও কৃষি মজদুর ইউনিয়নের আহ্বানে ব্রহ্মপুত্রের তীরে রাজ্যের বিভিন্ন প্রান্তের ২০ হাজারের অধিক শ্রমিক, কৃষক ও কৃষিশ্রমিক সমবেত হন। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের শ্রমিক এবং কৃষি বিরোধী নীতির বিরুদ্ধে বিশেষত সাম্প্রতিক শ্রম আইন সংশোধন করে শ্রম কোডের কার্যকর করার বিরুদ্ধে এবং কৃষকের ফসলের উচিত মূল্যের আইন প্রণয়নের দাবি, জুবিন গর্গের মৃত্যুর রহস্য উন্মোচন সহ বিভিন্ন দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কাছাড়, হাইলাকান্দি ও করিমগঞ্জ থেকে পাঁচ শতাধিক মানুষ যোগদান করেন। সমাবেশে বক্তব্য রাখেন সিটু নেতা তপন শর্মা, কৃষক সভার টিকেন দাস, বাম বিধায়ক মনোরঞ্জন তালুকদার, বামপন্থী নেতা সুপ্রকাশ তালুদার, চা শ্রমিক নেতা দীনেশ নায়েক প্রমুখ। বক্তারা বলেন, অসম সরকারের লাগাতার জনবিরোধী কাজ এবং সম্প্রদায়িক বিভেদ সৃষ্টির মতো জঘন্য় কাজ প্রতিনিয়ত করে যাচ্ছে এবং আগামী নির্বাচনে এই সরকার উচ্ছেদের জন্য সর্বশক্তি প্রয়োগ করার আহ্বান জানান।


