শিলচরে নববর্ষের প্রাক মুহূর্তে জোরদার সড়ক নিরাপত্তায় পুলিশের যৌথ অভিযান

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ ডিসেম্বর : ইংরেজি নববর্ষের প্রাক-প্রস্তুতির মধ্যে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জেলা পুলিশ প্রশাসন, আবগারি বিভাগ ও সড়ক পরিবহন বিভাগের যৌথ উদ্যোগে শিলচরের ইন্ডিয়া ক্লাব পয়েন্টে বিশেষ চেকিং পরিচালিত হয়েছে। ছোট-বড় গাড়ি, অটোরিকশা ও বাইক চালকদের থামিয়ে মুখে ব্রেথ এনালাইজার মেশিন লাগিয়ে মদ্যপান করে গাড়ি চালানোর অনুসন্ধান করা হয়েছে। এই অভিযানে কাছাড় পুলিশের ট্রাফিক শাখার কর্মকর্তারা সক্রিয় ভূমিকা পালন করেছেন।চেকিংয়ের মূল উদ্দেশ্য হলো নববর্ষের উৎসবমুখর পরিবেশে মদ্যপান-সম্পর্কিত সড়ক দুর্ঘটনা থেকে সাধারণ মানুষকে রক্ষা করা।

কাছাড় পুলিশের এক কর্মকর্তা জানান, “নববর্ষের আগে অনেকেই অতিরিক্ত মদ্যপান করে গাড়ি চালান, যা মারাত্মক দুর্ঘটনার কারণ হয়ে ওঠে। এই চেকিংয়ের মাধ্যমে আমরা চালকদের সচেতন করছি এবং প্রয়োজনে ব্যবস্থা নেব।” এই অভিযানে বেশ কয়েকজন চালককে সতর্ক করা হয়েছে এবং কোনো গুরুতর লঙ্ঘন পাওয়া গেলেও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।এছাড়া, হেলমেট না পরা বাইক ও স্কুটার চালকদেরও আটক করে পুলিশ কর্মকর্তারা পরামর্শ দিয়েছেন। কয়েকজনকে স্থানেই হেলমেট পরার নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামীতে নিয়ম মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে। এক চালক বলেন, “পুলিশের এই উদ্যোগ ভালো, এতে আমরা নিজেরাই সচেতন হচ্ছি।”

কাছাড় জেলায় গত বছর নববর্ষকালে মদ্যপান-সম্পর্কিত কয়েকটি দুর্ঘটনায় জীবনহানি ঘটেছিল, যা এই চেকিংয়ের পটভূমি তৈরি করেছে। পুলিশ প্রশাসন জানিয়েছে, এই ধরনের চেকিং শহরের বিভিন্ন স্পটে অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলছেন, এটি সড়ক নিরাপত্তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *