বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : আদিবাসী সম্প্রদায়কে তপশিলি জনজাতি (ST) মর্যাদা ও জমির পাট্টা সহ বহু দাবিতে বিশাল বিক্ষোভ র্যালি বের হল কোকরাঝাড়ে। শুক্রবার এই দাবিতে কোকরাঝাড়ে আদিবাসী সম্প্রদায়ের উদ্যোগে বিশাল র্যালি অনুষ্ঠিত হয়। দীর্ঘদিনের দাবি—তপশিলি জনজাতি (ST) মর্যাদা, জমির পাট্টা প্রদান এবং দৈনিক মজুরি বৃদ্ধি—সহ একাধিক ইস্যুতে এই বিক্ষোভ র্যালি সংঘটিত হয়। অল আদিবাসী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আসাম সহ আটটি আদিবাসী সংগঠনের সমন্বয়ে আয়োজিত এই র্যালি দিলোমগাঁও খেলার মাঠ থেকে শুরু হয়ে গ্রিন ফিল্ডের দিকে অগ্রসর হয়।
বিক্ষোভকারীরা আদিবাসী উগ্রপন্থী সংগঠনগুলো এবং ভারত ও অসম সরকারের মধ্যে স্বাক্ষরিত চুক্তির অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি আদিবাসী শ্রমিকদের দৈনিক মজুরি ৫৫১ নির্ধারণ, বিভিন্ন সরকারি কল্যাণমূলক প্রকল্পে প্রবেশাধিকার ও বহুদিন ধরে বঞ্চিত সামাজিক-অর্থনৈতিক অধিকারের নিশ্চয়তারও দাবি তোলা হয়।
এই র্যালিটির সমন্বয়কারী কমিটিতে AASAA, AKSU, ASSU, ASS, JSB, AVSAR, AAWAA, MSS এবং ALKSU অন্তর্ভুক্ত ছিল। কমিটির সভাপতিত্ব করেন সম সোরেন এবং মুখ্য আহ্বায়কের দায়িত্বে ছিলেন পল তুদু।
আয়োজকরা অংশগ্রহণকারীদের শৃঙ্খলা বজায় রাখতে, অস্ত্র বহন না করতে এবং স্বেচ্ছাসেবকদের সহযোগিতা করার নির্দেশ দেন যাতে র্যালি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এছাড়াও জেলা প্রশাসনের কাছে নিরাপত্তা ও প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা প্রদানের আবেদন জানানো হয়েছে।
র্যালির পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, জনসভা এবং আলোচনারও আয়োজন করা হয়, যেখানে আদিবাসী সম্প্রদায়ের দীর্ঘদিনের সমস্যা, বঞ্চনা এবং আন্দোলনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। আয়োজকদের মতে, এই র্যালির মূল উদ্দেশ্য অসমের আদিবাসী পরিবারগুলোর স্বীকৃতি, জমির অধিকার, ন্যায্য মজুরি এবং বহু প্রতিশ্রুত সরকারি পদক্ষেপের বাস্তবায়নের দাবি জনসমক্ষে আরও জোরালোভাবে তুলে ধরা।


