নদী সাঁতরে মায়ানমারের হাতির পাল বাংলাদেশে, দলছুট শাবক কক্সবাজারে ঘুরছে

৫ জুলাই : মায়ানমারের রাখাইন রাজ্য থেকে নাফ নদী সাঁতরে হাতির পাল বাংলাদেশে প্রবেশ করে। এর মধ্যে একটি শাবক দলছুট হয়ে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ ঘোলারচরে পৌঁছে। হাতির শাবকটি উদ্ধার করতে বন বিভাগ ও স্থানীয় লোকজনের সঙ্গে এলিফ্যান্ট রেসপন্স টিমের পাঁচ সদস্য কাজ করছেন।

বন বিভাগ জানায়, কয়েক বছর ধরে মায়ানমারের রাখাইন রাজ্য থেকে নাফ নদী সাঁতরে হাতির পাল টেকনাফে আসার ঘটনা ঘটছে। তাই ধারণা করা হচ্ছে, এই হাতিশাবকটি পাহাড়ি ঢলের কারণে দলছুট হয়ে নাফ নদী সাঁতরে মায়ানমার থেকে এসেছে। শাবকটি কখনো ঝাউবাগানের ভেতর, আবার কখনও নাফ নদীর তীরে দৌড়াদৌড়ি করছে। কক্সবাজার দক্ষিণ উপকূলীয় বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা বশির আহমদ খান বলেন, ‘ধারণা করা হচ্ছে মায়ানমারে ভারী বৃষ্টির কারণে পাহাড়ি ঢল সৃষ্টি হয়েছে। এতে দলছুট হয়ে বা খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসে শাবকটি।

Author

Spread the News