কাছাড়ে অগপ ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে স্বাস্থ্য শিবির বেতুকান্দিতে

বরাক তরঙ্গ, ১৩ ডিসেম্বর : কাছাড় জেলার বেতুকান্দি কারারপারের এফএ মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলে জেলা স্বাস্থ্য বিভাগ এবং অগপ কাছাড় জেলা কমিটির যৌথ উদ্যোগে একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরে প্রায় ২০০-এর বেশি বিভিন্ন বয়সের পুরুষ-মহিলা তাদের নানা রোগের পরীক্ষা করিয়ে বিনামূল্যে ওষুধ লাভ করেছেন। এই উদ্যোগ গ্রামীণ এলাকার স্বাস্থ্যসেবা প্রসারে মাইলফলক হয়ে উঠেছে। শিবিরে অংশ নিয়েছেন অভিজ্ঞ চিকিৎসকরা ডাঃ সায়ন বৈষ্ণব, বেনজীর আহমেদ, নুরুল হুদা এবং আজাদ রাজ বড়ভূইয়া। তাঁদের সহায়তায় দু’জন নার্স রাফেলা বেগম লস্কর এবং সুলতানা বেগম কাজ করেছেন। স্থানীয় সহযোগিতায় এফএ মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ইমদাদ হুসেন বড়ভূইয়া, অগপর কাছাড় জেলা কমিটির উপ-সভাপতি এআর মজুমদার, সম্পাদক তথা আইনজীবী রিয়াজুল হক বড়ভূইয়া, মহিলা পরিষদের জেলা সম্পাদিকা শারিকা আজমি বড়ভূইয়া, সাংগঠনিক সম্পাদক রুকন খান, জেলা যুব পরিষদের উপ-সভাপতি আয়াজ উদ্দিন বড়ভূঁইয়া (মান্না),আকরাম হোসেন লস্কর এবং আব্দুল কাদির মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

শিবিরের সমাপ্তিতে বক্তব্য রাখতে গিয়ে এ আর মজুমদার, শারিকা আজমি বড়ভূঁইয়া এবং ইমদাদ হুসেন বড়ভূঁইয়া চিকিৎসক, নার্স এবং সকল সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানান। অগপর কাছাড় জেলা কমিটির উপ-সভাপতি এ আর মজুমদার বলেন, অগপর দল সবসময় রাজনৈতিক প্রতিবাদের পাশাপাশি সমাজসেবামূলক কাজে অগ্রগামী। তিনি জেলা কমিটির প্রত্যেক স্তরের নেতা-কর্মীদের সমাজসেবায় আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান। মহিলা পরিষদের জেলা সম্পাদিকা শারিকা আজমি বড়ভূইয়া বলেন, সমাজসেবার মাধ্যমেই প্রকৃত রাজনীতি করা যায়। শোচিত ও পীড়িত মানুষের সেবায় লিপ্ত হয়েই মানুষের হৃদয় জয় করা যায় এবং সেই সেবাই প্রকৃত রাজনীতির ভিত্তি গড়ে তোলে। স্কুল অধ্যক্ষ ইমদাদ হুসেন বড়ভূঁইয়া এই উদ্যোগে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকার প্রশংসা করে বলেন, এমন কর্মসূচি গ্রামীণ যুবক-যুবতীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াবে।কাছাড়ের দুর্গম গ্রামীণ এলাকায় এ ধরনের উদ্যোগ স্বাস্থ্যসেবার প্রসার ঘটাচ্ছে এবং স্থানীয়দের মধ্যে সমাজসেবী মনোভাব জাগ্রত করছে। অগপর নেতা-কর্মীরা ভবিষ্যতেও এমন আরও শিবিরের আয়োজনের ইঙ্গিত দিয়েছেন, যা জেলার স্বাস্থ্য ও সমাজকল্যাণ খাতে ইতিবাচক প্রভাব ফেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *