বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : গুয়াহাটি মহানগরীর পল্টনবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পল্টনবাজারের একটি বহুতল ভবনে আকস্মিকভাবে ভয়ংকর আগুন লাগে।
অগ্নিকাণ্ডের পর ভবনটিতে বসবাসকারী বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে মরিয়া চেষ্টা চালান ফ্ল্যাটের বাসিন্দারা। কেউ কেউ এক ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাটে লাফিয়ে পড়েন বলেও জানা গেছে।
জিএস রোডের পাশে অবস্থিত ওই ভবনটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর জিএস রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়।



