তারাপুর ইঅ্যান্ডডি কলোনি এলাকায় নালা থেকে যুবকের বাইকচাপা মৃতদেহ উদ্ধার

বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : বুধবার বর্ষবরণের রাতে নিখোঁজ হওয়া ওই যুবকের মৃতদেহ বৃহস্পতিবার সকালে উদ্ধার হয়। মৃত যুবকের পরিচয় অর্জুন দাস (৪২)। তিনি ইঅ্যান্ডডি কলোনিরই বাসিন্দা ছিলেন। বুধবার রাত থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে ইঅ্যান্ডডি কলোনি থেকে রামনগরের দিকে যাওয়ার রাস্তার পাশে, যেখানে নিয়মিত সবজি বাজার বসে, সেখানকার একটি নালায় তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। মৃতদেহের ওপরেই পড়ে ছিল তাঁর নিজস্ব বাইক।

প্রত্যক্ষদর্শীদের দাবি, অর্জুনের একটি হাত নালা থেকে বেরিয়ে ছিল এবং সেই হাতের আঙুল দিয়ে তিনি শক্ত করে বাইকের পাদানি ধরে রেখেছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাইক সরিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

ঘটনাটিকে ঘিরে অর্জুনের ঘনিষ্ঠ মহলে নানা প্রশ্ন উঠলেও পুলিশ প্রাথমিকভাবে এটিকে পথ দুর্ঘটনা বলেই মনে করছে। তবে ঘটনার নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *