বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বার্তা নিয়ে খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য “মিলন সম্মিলনী” অনুষ্ঠান। সংস্থার সদস্য, উপদেষ্টা, বিশিষ্ট নাগরিকসহ এলাকার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ এদিনের এই মিলনমেলায় অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাগত বক্তব্য রাখেন। এরপর একে একে মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিরা তাঁদের মতামত প্রকাশ করেন। বক্তাদের বক্তব্যে উঠে আসে—অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক দায়বদ্ধতা পালন ও মানবিক উদ্যোগে খোঁজ শিলচর আজ এক উজ্জ্বল উদাহরণ তৈরি করেছে।
অনুষ্ঠানে মাম্পি লস্কর ও স্মিথ লস্করের উদ্যোগে অসহায় মানুষের মধ্যে ২,৫০০টি কম্বল প্রদান করা হয়। পাশাপাশি সংস্থার উপদেষ্টা ডাঃ মাসুম, বিশ্বতোষ চৌধুরী, ডাঃ নাসিম আহমেদ চৌধুরী, পিসি দত্ত, সুজন দত্ত, ড. আব্দুল মতিন লস্কর, সীমান্ত ভট্টাচার্য, বুদ্ধ ভট্টাচার্য, বুদ্ধ দাস, মণি ভট্টাচার্য ও পার্থ দাস মানবিক উদ্যোগকে আরও সমৃদ্ধ করেন।
এছাড়া ব্লেজার ও রাজাই সংস্থার সদস্যদের উপহার হিসেবে প্রদান করা হয়—এবং এই সমস্ত উপহারের ব্যয়ভার ব্যক্তিগত তহবিল থেকে বহন করেন সংস্থার সাধারণ সম্পাদক সজল লস্কর।
সাংস্কৃতিক পরিবেশনা, সম্মাননা প্রদান ও সৌহার্দ্যপূর্ণ আলোচনার মধ্য দিয়ে দিনব্যাপী এই মিলন সম্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়। উপস্থিত সবাই আশা প্রকাশ করেন—সংস্থার এ ধরনের সমাজকল্যাণমূলক কার্যক্রম আগামী দিনেও একইভাবে অব্যাহত থাকবে।


