এম নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : ফের প্রাণহানি শিলচর-কালাইন সড়কে। বালিঘাট এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বছর ২১ এর নাজিফা ফেরদৌস বড়ভূইয়া নামে এক তরুণী। লরির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু ঘটে চান্দপুর চতুর্থ খণ্ডের বাসিন্দা তথা কলেজ ছাত্রী নাজিফার। বুধবার দুপুর দেড়টা নাগাদ দুর্ঘটনাটি সংঘটিত হয়। জানা গেছে, নাজিফা তার বাবা নাজিম উদ্দিন বড়ভূইয়ার সঙ্গে স্কুটিতে করে শিলচর থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় পেছন দিক থেকে আসা একটি ট্যাঙ্কার তাদের স্কুটিতে সজোরে ধাক্কা মারে। এতে দুজনেই রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই নাজিফা ফেরদৌস বড়ভূইয়ার মৃত্যু হয়। অল্পবিস্তর আহত হন নাজিম উদ্দিন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অরুণাচল পুলিশ। তারা নাজিফার নিথর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
উল্লেখ্য, নাজিফা ফেরদৌস কাছাড় কলেজের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিনি বোটানিতে অনার্স নিয়ে পড়াশোনা করছিলেন। তিনি বড়যাত্রাপুর আল নূর পাবলিক স্কুলের প্রাক্তন ছাত্রী। তাঁর অকাল মৃত্যুতে গোঠা এলাকায় শোকের ছায়া নেমে আসে।


