কেএ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ২ ডিসেম্বর : ফের এনকাউন্টার অসম পুলিশের। সোমবার রাতে কাছাড়–ডিমা হাসাও সীমান্তের জিনাম ভ্যালিতে ভোর রাতে সংঘটিত হল উত্তেজনাপূর্ণ এনকাউন্টার। এতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ঘটে মোদি মার নামে এক HPC(D)-এর কেডারের। তার বাড়ি ডিমা হাসাও জেলার বড়আরকাপ এলাকায় বলে জানা যায়।
ঘটনা সূত্রে জানা গেছে, এক গাড়ি চালককে পিস্তল দেখিয়ে লুটপাটের চেষ্টা চালায় HPC(D)-এর উগ্রপন্থীরা। চালককে লক্ষ্য করে দুই রাউন্ড গুলিও ছোঁড়ে তারা। এমন খবর পেয়ে সীমান্তে নিয়োজিত ডিমাসা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপরই পুলিশের সঙ্গে উগ্রপন্থীদের মুখোমুখি সংঘর্ষ হয়।
এই সংঘর্ষে ডিমাসা পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয় HPC(D)-এর ক্যাডারের। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।


