স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যুধলাই সপ্তগ্ৰামে ইটভাটার শ্রমিকের
বরাক তরঙ্গ, ২২ মার্চ : জলে ডুবে মৃত্যু ঘটল ধলাই সপ্তগ্রামের প্রিন্স ইটভাটার এক শ্রমিকের। এ ঘটনায় সপ্তগ্রাম এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার দুপুরে ইটভাটার পরিত্যক্ত জলাশয়ে স্নান করতে নেমে বছর ৪০ এর বিনোদ মাঝি নামের শ্রমিক নিখোঁজ হয়ে যায়। জলাশয়ের পারে কাপড় দেখে জলে ডুবে যাওয়ার আশঙ্কা করে অন্যান্য শ্রমিকরা খোঁজাখুঁজি করেন। খবরটি চাউর হলে জনতা ভিড় জমান। খবর দেওয়া হয় ধলাই পুলিশে। ধলাই থানার অফিসার ইনচার্জ মনোজ বরুয়া ছুটে আসেন। এসডিআরএফ বাহিনী কয়েক ঘন্টা তল্লাশি অভিযান চালায়।
শেষে স্থানীয়রা জাল ফেলে বিনোদ মাঝির নিথর দেহ উদ্ধার করেন। ৬ সন্তানের জনক বিনোদ মাঝি বিহারের পাটনা জেলার বাসিন্দা বলে জানান তার স্ত্রী রেখা দেবী। ছোট ছোট তিনটি ছেলে ও তিনটি মেয়ে সন্তান রয়েছে। পরিত্যক্ত দ্রব্য সামগ্রী কুড়িয়ে বিক্রি করে পরিবার চালাতেন। এবারই প্রথম ইট তৈরির কাজের জন্য সেখানে এসেছেন। এদিকে বিনোদ মাঝির নিথর দেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই মৃত্যুর ঘটনায় শ্রমিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।