বরাক তরঙ্গ, ৯ জানুয়ারি : আগরতলা রেল স্টেশনে এক বাংলাদেশি যুবক সহ পশ্চিমবঙ্গের যুবতীকে আটক করল পুলিশ। বাংলাদেশি যুবককে অবৈধভাবে ভারতে নিয়ে আসার অভিযোগে পশ্চিমবঙ্গের এক যুবতীসহ দু’জনকে আটক করা হয়েছে। স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় নিরাপত্তারক্ষীদের নজরে পড়ে তাঁরা। জিজ্ঞাসাবাদের সময় তাদের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়লে পরিচয়পত্র যাচাই করা হয়। এতেই প্রকাশ্যে আসে, যুবকটি বাংলাদেশি নাগরিক এবং বৈধ কোনও ভিসা বা পাসপোর্ট ছাড়াই ভারতে প্রবেশ করেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, পশ্চিমবঙ্গের ওই যুবতীই বাংলাদেশি যুবককে সীমান্ত পেরিয়ে ভারতে নিয়ে আসে এবং পরে তাঁকে নিয়ে আগরতলা পৌঁছায়। কী উদ্দেশ্যে তাঁকে ভারতে আনা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলি। জিআরপি ও সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে আগরতলা রেলস্টেশনে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
ছবি সৌজন্যে : RTv Tripura



