বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : শিলচরে অগপর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় অগপর ভ্রাতৃ সংগঠন অসম যুব পরিষদের নবগঠিত কাছাড় জেলা কমিটির পদাধিকারীদের মধ্যে সাংগঠনিক পর্যায়ের পরিচিতি সভা। বৃহস্পতিবার সন্ধ্যায় সভার সূচনায় যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকবুব হোসেন লস্কর নবনিযুক্ত জেলা সভাপতি রূপন মোদককে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান। পরবর্তীতে উপস্থিত অন্যান্য পদাধিকারীদের অসমীয়া ফুলন গামছা পরিয়ে সম্মাননা জানানো হয়। সভায় নেকবুব হোসেন লস্কর বক্তব্য রাখতে গিয়ে বলেন, অগপ ভ্রাতৃ সংগঠন যুব পরিষদ সর্বকালের প্রতিবাদী রাজনৈতিক সংগঠন হিসেবে আসামের যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, নবগঠিত কাছাড় জেলা কমিটি সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে অগ্ৰণী ভূমিকা পালন করবে।
পরিচয় সভায় নবনিযুক্ত জেলা সভাপতি রূপন মোদক তাঁর বক্তব্যে বলেন, “এই প্রথমবারের মতো সক্রিয়ভাবে রাজনৈতিক দলে যুক্ত হচ্ছি। এর পূর্বে আমি সমাজসেবামূলক কাজে যুক্ত ছিলাম।” তিনি অগপ দলের কেন্দ্রীয় সভাপতি ও রাজ্যের মন্ত্রী অতুল বরা, কার্যকরী সভাপতি তথা মন্ত্রী কেশব মহন্ত এবং অসম যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি জিতু বড়গোঁহাইকে ধন্যবাদ জানান। রূপন মোদক আরও বলেন, দলীয় নেতৃত্বের পরামর্শক্রমে কাছাড় জেলার প্রত্যেকটি শহর ও গ্ৰামে সংগঠনকে পৌঁছে দিতে কাজ করে যাবেন।
সভাটি পরিচালনা করেন অগপর জেলা কমিটির কার্যকরী সভাপতি ও যুব পরিষদের জেলা কমিটির উপদেষ্টা মণিতন সিংহ। সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সম্পাদক দীপ ভট্টাচার্য, যুব পরিষদের জেলার কার্যকারী সভাপতি চিত্তরঞ্জন সিনহা, সাধারণ সম্পাদক বাপন দাস ও সহদেব পাল, উপ-সভাপতি আয়াজ উদ্দিন বড়ভূইয়া (মান্না), আকবর হোসেন লস্কর, সঞ্জীব নাথ, শিবজিৎ রাজবংশী, কার্যালয় সম্পাদক হিফজুর রহমান তালুকদার, অর্থ সম্পাদক লিটন সরকার, তথ্যপ্রযুক্তি সম্পাদক গৌরব বর্মন, তথ্য ও প্রচার সম্পাদক দিলীপ মালা, সহকারী সম্পাদক গুড্ডু সিং ও আবির হোসেন লস্কর, সাংগঠনিক সম্পাদক আজমির হোসেন লস্কর, এম. পিংকি সিনহা, আব্দুল তাহির চৌধুরী, হাছিন আহমেদ লস্কর সহ কার্যকারী সদস্যবৃন্দ। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই পরিচয় সভায় ভবিষ্যতে কাছাড় জেলার প্রতিটি কেন্দ্রে ও মণ্ডলস্তরে যুব পরিষদের কার্যক্রম শক্তিশালী করার উপর জোর দেওয়া হয়।



