৯ বছরের শিশুর সঙ্গে জঘন্য কাণ্ড ৬০ বছর বয়সী ব্যক্তির

বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : রাজ্যে নারীজনিত অপরাধ দ্রুতগতিতে বাড়ছে। সমাজের একাংশের পাষাণ মানসিকতার কারণে শিশু থেকে বৃদ্ধ—কেউই নিরাপদ নয়। সম্প্রতি এমনই এক নৃশংস ঘটনা প্রকাশ্যে এসেছে, যা মানবতার সব সীমা লঙ্ঘন করেছে। নাতনিসম বয়সী এক শিশুকেই ধর্ষণের অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনা সামনে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

আজ ২০ নভেম্বর—বিশ্বজুড়ে যখন পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস, ঠিক সেইদিনই সামনে এসেছে শিশু ধর্ষণের এই জঘন্য ঘটনা। তথ্য অনুযায়ী, গুয়াহাটি মহানগরের মঠঘরিয়াবস্তি এলাকায় এক ৬০ বছর বয়সী ব্যক্তি ৯ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, বর্মন উপাধিধারী ওই ব্যক্তি গত ১৯ নভেম্বর সন্ধ্যায় প্রথমে শিশুটিকে নিজের ঘরের কাছে ডেকে নেয়। পরে ঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। এমনকি পুরো রাত শিশুটিকে আটকে রেখে সে নির্যাতন চালায় বলেও অভিযোগ।

আজ সকালে বহুমুখী বিদ্যালয়ের স্কুলবাস শিশুটিকে নিতে এলে এই ঘটনার বিষয়টি সামনে আসে। এরপর বিদ্যালয় কর্তৃপক্ষ তৎক্ষণাৎ নুনমাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশও দ্রুত পোকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

বর্তমানে অভিযুক্ত ব্যক্তি পলাতক। জানা গেছে, শিশুটির মা আগেই মারা গেছেন এবং মানসিকভাবে অসুস্থ বাবার পরিবর্তে সে দিদিমার সঙ্গে থাকে। এই অবস্থায়ই ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত জারি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *