বদলি শিলচর সদর থানার ওসি

বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : বদলি হলেন শিলচর সদর থানার ওসি অমৃত কুমার সিং। তাকে বদলি করা হয়েছে গুয়াহাটিতে পুলিশ কমিশনারেটে। অমৃতকুমার সিংকে বদলি করা হলেও তার স্থলে সদর থানার ওসি-কে হচ্ছেন তা জানা যায়নি। রাজ্যে প্রায় ৭৯ জন ওসি বদল করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *