বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার সহ-সভাপতি কল্যাণকুমার চক্রবর্তী দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে বিছানায় ছিলেন। বৃহস্পতিবার সংস্থার সদস্যরা তাঁকে দেখতে গিয়ে উপস্থিত হন এবং তার প্রতি স্নেহ ও সম্মান প্রকাশের জন্য একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করেন।
উপস্থিত সদস্যরা তাকে একটি ব্লেজার উপহার হিসেবে দেন এবং খোঁজ শিলচর সংস্থার আজীবন সদস্যপদ প্রদান করা হয়। সংস্থার সাধারণ সম্পাদক সজল লস্কর জানান, “কল্যাণকুমার চক্রবর্তী সবার কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন। আমরা আশা করি, খুব শিগগিরই তিনি সুস্থ হয়ে আবার আগের মতো সমাজসেবায় সক্রিয় ভূমিকা গ্রহণ করবেন।”
আজকের এই সময়ে খোঁজ শিলচরের উপদেষ্টা বিশ্বতোষ চৌধুরী, রেজওয়ান খান, জেসমিন খান, মাম্পি মজুমদার, সুজিত দেব এবং সজল লস্কর তার পরিবারের সঙ্গেও দেখা করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
সংস্থার সদস্যরা আশা প্রকাশ করেছেন, কল্যাণ কুমার চক্রবর্তী শীঘ্রই পূর্ণ স্বাস্থ্যে ফিরে এসে সংস্থার সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে আবার সক্রিয়ভাবে অংশ নেবেন।


