বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : ত্রিপুরায় ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটল। শিলচরগামী ট্রেনের সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল বোলেরো পিকআপ। ঘটনাস্থলেই প্রাণ হারালেন বলেরো চালক সহ তিনজন। এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত বৃহস্পতিবার ত্রিপুরায় মনুঘাটে।
জানা যায়, লংতরাইভ্যালির সিন্ধু কুমারপাড়ায় আগরতলা-শিলচরগামী ট্রেনের সঙ্গে বলেরো পিকআপের সঙ্গে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পর পুলিশ ও রেল পুলিশ পৌঁছে চালকসহ তিনজনের মৃতদেহ উদ্ধার করে মনু হাসপাতালে পাঠানো হয়। মৃতদের নাম ও ঠিকানা জানা যায়নি।


