শ্রীভূমিতে মানসিক প্রতিবন্ধী মহিলাকে গণধর্ষণ, গ্রেফতার দুই জেল পুলিশকর্মী

বরাক তরঙ্গ, ২৪ মে : শ্রীভূমি শহরে ঘটে গেল এক মর্মান্তিক ও লজ্জাজনক ঘটনা। মানসিক প্রতিবন্ধী এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে জেল পুলিশের দুই জেল কনস্টেবলের বিরুদ্ধে। শুক্রবার মাঝরাতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে জেলা পুলিশ। অভিযুক্ত দুই কনস্টেবল ব্রজেন কলিতা ও হরেশ্বর কলিতাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই দুই পুলিশ কর্মী তখন ডিউটিতে ছিলেন। তাঁরা মানসিক ভারসাম্যহীন অবস্থায় জেল চত্বরের আশেপাশে ঘোরাফেরা করা ওই মহিলাকে জেল ব্যারাকে নিয়ে যান এবং সেখানেই এই নৃশংস অপরাধের ঘটনা ঘটান বলে অভিযোগ।

শ্রীভূমিতে মানসিক প্রতিবন্ধী মহিলাকে গণধর্ষণ, গ্রেফতার দুই জেল পুলিশকর্মী

দায়িত্বে থাকা অন্যান্য পুলিশ কর্মীরা সন্দেহ প্রকাশ করার পর পুরো বিষয়টি সামনে আসে। এরপরই জেলা পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে। ইতিমধ্যেই একটি মামলা রুজু হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ভুক্তভোগী মহিলাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং বর্তমানে তিনি স্থানীয় এক শেল্টার হোমে আশ্রয়ে রয়েছেন। জেলার এক শীর্ষ পুলিশ কর্তা বলেন, “এই ঘটনা দায়িত্ব ও বিশ্বাসের প্রতি এক জঘন্যতম বিশ্বাসঘাতকতা। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা ও নাগরিক সমাজের বিভিন্ন অংশ। তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।  তদন্ত চলছে, এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।

শ্রীভূমিতে মানসিক প্রতিবন্ধী মহিলাকে গণধর্ষণ, গ্রেফতার দুই জেল পুলিশকর্মী
Spread the News
error: Content is protected !!