চিরঘুমে ‘সন অফ সর্দার’ খ্যাত মুকুল দেব, শোকস্তব্ধ বলিউড

২৪ মে : ফের শোকের ছায়া বলিউডে! অকালেই না ফেরার দেশে চলে গেলেন খ্যাতিমান অভিনেতা মুকুল দেব। শুক্রবার রাতে প্রয়াত হয়েছেন অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিনোদন মহল। ‘সন অফ সর্দার’, ‘দস্তক’, ‘সরফরোশ’-সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

পাশাপাশি অনেক ধারাবাহিকেও তিনি গুরুত্বপূর্ণ অভিব্যক্তি ছিলেন। অভিনেতা বিন্দু দারা সিংহ তাঁর মৃত্যুটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন অভিনেতা। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু শেষ রক্ষা হল না। বিন্দু দারা সিংহ জানিয়েছেন, ‘মুকুল দেবকে আর বড় পর্দায় দেখা যাবেনা। বাবা-মায়ের মৃত্যুর পর নিজেকে আড়াল করে রাখতেন অভিনেতা। ঘর থেকেও বেশি বেরোতেন না। কারো সঙ্গে যোগাযোগ রাখতেন না। কিন্তু কিছু বছর ধরেই তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। এরপর তিনি হাসপাতালের ভর্তি হন। তিনি দুর্দান্ত ব্যক্তিত্বের মানুষ ছিলেন। তাঁকে আমরা চিরকাল মনে রাখব।’

কয়েক দশক ধরে ভারতীয় বিনোদন জগতে দাপট দেখিয়েছেন মুকুল দেব। বিশেষ করে চলচ্চিত্র এবং টেলিভিশনে অভিনয়ের জন্যই নয়, তার নীরব বহুমুখীতা এবং মর্যাদাপূর্ণ পর্দা উপস্থিতির জন্যেও তিনি খ্যাত। বেশীরভাগ চলচ্চিত্রেই তিনি নির্মম খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন। এবং তাঁর অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছে। এছাড়াও তিনি ধার্মিক অফিসার, কৌতুকশিল্পীর ভূমিকাতেও অভিনয় করেছেন। প্রসঙ্গত, ১৯৭০ সালের ৩০ সেপ্টেম্বর দিল্লিতে জন্মগ্রহণ করেছেন মুকুল। তাঁর জন্ম এক পঞ্জাবি পরিবারে। তার বড় ভাই রাহুল দেবও একজন সুপরিচিত অভিনেতা এবং প্রাক্তন মডেল, যিনি প্রায়শই চলচ্চিত্রে খলনায়ক চরিত্রের জন্য পরিচিত। মজার বিষয় হল, সিনেমার জগতে পা রাখার আগে মুকুলের স্বপ্ন ছিল সম্পূর্ণ ভিন্ন- তিনি চণ্ডীগড়ের ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ অ্যারোনটিক্সে পাইলট হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন। বিমান চালনা ছিল তার প্রথম প্রেম, কিন্তু ভাগ্যের পরিকল্পনা ছিল অন্য। পাইলট নয়, অভিনেতা হিসেবেই তিনি দেশ খ্যাত হলেন।

তিনি দস্তক (১৯৯৬) চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবনের সূচনা করেন, যেটি মিস ইউনিভার্স সুস্মিতা সেনের অভিষেকও ছিল। এরপর তিনি জি টিভিতে প্রচারিত অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক মুমকিনের মাধ্যমে টেলিভিশনে পা রাখেন। তার প্রাসঙ্গিক পর্দার ব্যক্তিত্ব এবং মনোমুগ্ধকর চেহারা তাকে দ্রুত ঘরে ঘরে জনপ্রিয় করে তোলে। বলিউডে, তিনি “ইয়ামলা পাগলা দিওয়ানা” , “সন অফ সর্দার” , “আর… রাজকুমার” এবং “জয় হো” এর মতো একাধিক বড় বড় প্রকল্পের অংশ ছিলেন , যেগুলিতে পুলিশ, সেনা সদস্য এবং সরকারি কর্মকর্তাদের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও মুকুল পঞ্জাবি এবং তেলেগু ছবিতেও অভিনয় করেছেন।তিনি বিভিন্ন ভাষা এবং সংস্কৃতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার দক্ষতা রাখতেন। এছাড়াও তিনি টেলিভিশনে, ক্রাইম শো ” ফিয়ার ফাইলস: দার কি সাচ্চি তাসভিরে” -এর প্রথম সিজন উপস্থাপনা করেছিলেন। “কহিন দিয়া জলে কহিন জিয়া” এবং “কহিন কিসি রোজ” সহ অসংখ্য ধারাবাহিকে অভিনয় করেছিলেন। শুধু অভিনেতাই নন, মুকুল দেব একজন সফল মডেলও ছিলেন। প্রথম দিকে তিনি র‍্যাম্পে হাঁটতেন এবং বেশ কয়েকটি ব্র্যান্ড প্রচারণায় অংশ নিতেন।
খবর : এই মুহূর্তে।

চিরঘুমে 'সন অফ সর্দার' খ্যাত মুকুল দেব, শোকস্তব্ধ বলিউড

Author

Spread the News