খসড়ায় সোনাইয়ের দু’টি ব্লকে ১৮টি জিপি, বাঁশকান্দি ব্লকে সোনাবাড়িঘাট জিপি

বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : কাছাড় জেলার সাতটি বিধানসভা কেন্দ্রের গ্রাম পঞ্চায়েত (জিপি), আঞ্চলিক পঞ্চায়েত (এপি) ও জেলা পরিষদ (জেডপিসি) এর ডিলিমিটেসনের খসড়া তালিকা প্রকাশ করল জেলা টাস্ক ফোর্স টিম। মঙ্গলবার প্রকাশিত খসড়া তালিকায় দেখা যায় সোনাই বিধানসভা কেন্দ্রে ২৪টি জিপি থেকে কমিয়ে ১৮টি করা হয়েছে। এবং দু’টি উন্নয়ন খণ্ডে বিভক্ত করে দেওয়া হয়েছে। ডিলিমিটেসনের ফলে জিপির অবস্থান অদলবদলও হয়েছে। এমনকি উন্নয়ন খণ্ড কার্যালয়ও বদল হয়। সোনাই বিধানসভা কেন্দ্রে ১৮টি জিপিকে দুটি ব্লকে বিভক্ত করে দেওয়া হয় দুটি ব্লক হলো সোনাই ও বাঁশকান্দি ডেভলপমেন্ট ব্লক। সোনাই ব্লকের অধীনে রয়েছে কাপ্তানপুর, বাউরিখান্দি, স্বাধীনবাজার, দিদারখুশ, দক্ষিণ মোহনপুর কাজিডহর, নগদীগ্রাম ও দক্ষিণ সৈদপুর জিপি। বাঁশকান্দি ব্লকের অধীনে রয়েছে গোবিন্দপুর-আলগাপুর, সাতকরাকান্দি, দক্ষিণ কৃষ্ণপুর, সোনাবাড়িঘাট, নিয়াইরগ্রাম-বাগপুর বাঁশকান্দি, চিরুপার মণিপুর, শিবপুর ও ওয়েস্ট সিঙ্গারবন্দ জিপি।

এ দিকে, জিপি গুলোতে গ্রামে অদলবদল হয়েছে। সোনাই বিধানসভা কেন্দ্রের এক নম্বর জিপি হচ্ছে গোবিন্দপুর-আলগাপুর জিপি। এই জিপিতে রয়েছে গোবিন্দপুর প্রথম ও দ্বিতীয় খণ্ড, আলগাপুর প্রথম ও দ্বিতীয় খণ্ড। বাউরিখান্দি জিপি হল বাউটিকান্দি প্রথম ও দ্বিতীয় খণ্ড, কচুদরম চতুর্থ খণ্ড, নতুন কাঞ্চনপুর, সুন্দরী প্রথম ও দ্বিতীয় খণ্ড ও বিদ্রোহীপার। সাতকরাকান্দি জিপি সাতকরাকান্দি পার্ট ওয়ান ও টু, ঝাঞ্জারবালি, ধনেহরি পার্ট ওয়ান ও ডুগরিপার পার্ট ওয়ান। স্বাধীনবাজার জিপিতে রয়েছে দক্ষিণ মোহনপুর সপ্তম, দশম ও একাদশ খণ্ড, নতুন রামনগর চতুর্থ ও পঞ্চম খণ্ড। কচুদরম জিপি হল দক্ষিণ মোহনপুর চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ অষ্টম খণ্ড কচুদরম প্রথম ও দ্বিতীয় খণ্ড। দক্ষিণ কৃষ্ণপুর জিপিতে দক্ষিণ কৃষ্ণপুর, সৈদপুর প্রথম খণ্ড, উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় ও চতুর্থ খণ্ড এবং ধামালিয়া। সোনাবাড়িঘাট জিপি হল সোনাবাড়িঘাট পার্ট ওয়ান ও পার্ট টু সৈদপুর পার্ট টু, বারিকনগর পার্ট ওয়ান। কাপ্তানপুর জিপি রাঙ্গিরঘাট দ্বিতীয় খণ্ড, কাপ্তানপুর ১৪, ১৫, ১৩ ১৬, ১৭, ১৮ খণ্ড  এবং নতুন রামনগর প্রথম খণ্ড। নিয়াইরগ্রাম বাগপুর জিপিতে রয়েছে বাদ্রিপার চতুর্থ খণ্ড, নিয়াইরগ্রাম প্রথম ও দ্বিতীয় খণ্ড, বাগপুর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড। বাঁশকান্দি জিপি বাদ্রিপার, নিজ বাঁশকান্দি দ্বিতীয় ও তৃতীয় খণ্ড, রতনপুর ও গোবিন্দপুর তৃতীয় খণ্ড। দিদারখুশ জিপি দিদারকুশ পার্ট ওয়ান, টু, থ্রি, ফোর, বোয়ালি হাওর ও কচুদরম পার্ট থ্রি।চিরিপার মণিপুর জিপি হল চন্দ্রপুর তৃতীয় ও চতুর্থ খণ্ড, মণিপুর প্রথম ও দ্বিতীয়, উজান তারাপুর, লালং চতুর্থ খণ্ড, নিজ লক্ষীপুর তৃতীয় খণ্ড, চিরিপার দ্বিতীয় খণ্ড। কাজিত হট জিপি মেনিপুর পার্ট টু, কাজিডহর পার্ট ওয়ান, টু ও থ্রি, বেরাবাক পার্ট টু।

দক্ষিণ সৈদপুর জিপিতে শিলডুবি, সৈদপুর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম খণ্ড ধনেহরি প্রথম ও দ্বিতীয় খণ্ড। শিবপুর জিপি হল সিঙ্গারবন্দ প্রথম ও দ্বিতীয় খণ্ড, নিজ রাুপাইরবাড়ি শিবপুর প্রথম ও দ্বিতীয় খণ্ড। ওয়েস্ট সিঙ্গারবন্দ জিপিতে রয়েছে সিঙ্গারবন্দ তৃতীয় ও চতুর্থ খণ্ড। নগদিগ্রাম জিপি হল নগদিগ্রাম  তৃতীয় ও চতুর্থ খণ্ড। দক্ষিণ মোহনপুর জিপিতে রয়েছে দক্ষিণ মোহনপুর প্রথম, দ্বিতীয়,  তৃতীয় ও নবম খণ্ড, রাঙ্গিরঘাট তৃতীয় খণ্ড, গোবিন্দনগর প্রথম ও দ্বিতীয় খণ্ড, বেরাবাক তৃতীয় খণ্ড ও নগদিগ্রাম প্রথম খণ্ড।

খসড়ায় সোনাইয়ের দু'টি ব্লকে ১৮টি জিপি, বাঁশকান্দি ব্লকে সোনাবাড়িঘাট জিপি
খসড়ায় সোনাইয়ের দু'টি ব্লকে ১৮টি জিপি, বাঁশকান্দি ব্লকে সোনাবাড়িঘাট জিপি

Author

Spread the News