আগুনে পুড়ে ছাই ঘর, মৃত্যু মহিলার
বরাক তরঙ্গ, ২৪ মে : বিধ্বংসী অগ্নিকাণ্ডে জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারালেন এক মহিলা। এ মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয় নগাঁও জেলায়। শনিবার সকালে এই বিপর্যয়কর অগ্নিকাণ্ডটি শহরের জেল রোডের একটি দর্জির দোকানে ঘটেছে।
সন্দেহ করা হচ্ছে যে ‘কাশেম টেইলর্স’ নামক দর্জির দোকানে একটি শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে।আগুনে একটি বাড়ি সম্পূর্ণভাবে ছাই হয়ে গেছে। অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন আমরুন খাতুন নামে এক মহিলা।
