যুগশঙ্খ কাপের ফাইনালে বিদ্যাপিঠের সামনে কালাইন

বরাক তরঙ্গ, ১৬ মে : যুগশঙ্খ কাপ অনূর্ধ্ব ১৫ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের শিলচর স্পোর্টিংয়ের মাঠে শুক্রবার দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। এতে জয়ী হয় বিদ্যাপিঠ ও কালাইন। রোমাঞ্চকর প্রথম সেমিফাইনালে ইটখলা কোচিং সেন্টারের সঙ্গে ২-২ ড্র হওয়ার পর টাইব্রেকারে জয়ী হয়ে ফাইনালে ওঠে  বিদ্যাপিঠ। নির্ধারিত সময়ের খেলায় বিদ্যাপিঠের হয়ে দু’ গোল করে ভিকি সিন্দাই ও বেনেডিক সুং। ইটখলার পক্ষে দু’গোল করে শুভম কর্মকার ও কেলসন আসেম।  পরে টাইব্রেকারে বিদ্যাপিঠ চারটি শটে লক্ষ্যভেদ করে। ইটখলা সফল হয় দু’টি শটে।

যুগশঙ্খ কাপের ফাইনালে বিদ্যাপিঠের সামনে কালাইন

ম্যাচের পর সেরা খেলোয়াড় ভিকি সিন্দাইয়ের হাতে পুরস্কার তুলে দিয়েছেন ক্রীড়া সংগঠক রতন সিং।

এদিকে, দ্বিতীয় সেমিফাইনালে কালাইন স্পোর্টস অ্যাকাডেমি নিউ অক্সফোর্ড স্কুলকে পরিস্কার ২-০ গোলে হারিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র পায়। কালাইনের পক্ষে জোড়া গোল করে মনিভুষন। ম্যাচের পর সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন প্রাক্তন ফুটবলার যাদব পাল।

যুগশঙ্খ কাপের ফাইনালে বিদ্যাপিঠের সামনে কালাইন

ফাইনালে রবিবার এসসি দেব বিদ্যাপিঠের মুখোমুখি হবে কালাইন স্পোর্টস অ্যাকাডেমি।

Spread the News
error: Content is protected !!