১৯ নভেম্বর : নিরঙ্কুশ জয়ের পর বিহারে আনুষ্ঠানিকভাবে NDA নেতা নির্বাচিত হলেন নীতীশ কুমার। বুধবার তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দিয়েছেন, নতুন সরকার গঠনের দাবি পেশ করেছেন। নীতীশ আগামীকাল, বৃহস্পতিবার, সকাল ১১:৩০ মিনিটে গান্ধি ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ১১টি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন।
পদত্যাগ নীতীশের, বৃহস্পতিবার শপথ অনুষ্ঠান


