ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকীতে শিলচরে বিভিন্ন অনুষ্ঠান মহিলা কংগ্রেসের

বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : কম্বল বণ্টন সহ বিভিন্ন অনুষ্ঠানে মধ্য দিয়ে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ও ভারতরত্ন ইন্দিরা গান্ধীর ১০৮তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করল শিলচর জেলা মহিলা কংগ্রেস কমিটি। বুধবার সকালে শিলচর ইন্দিরা ভবনের প্রাঙ্গণে স্থাপিত ইন্দিরা গান্ধীর মূর্তিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। এরপর সভানেত্রী বান্দিতা ত্রিবেদী রায়ের নেতৃত্বে, রাজ্য মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা (ইনচার্জ শিলচর ডিএমসি) নবিনা মজুমদার, জেলা মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা (প্রশাসন) যশোদা সিনহা সহ অন্যান্য নেত্রীদের উপস্থিতিতে শিলচর জেলা মহিলা কংগ্রেসের একটি প্রতিনিধি দল তরাপুরের ‘মাদার টেরেসা হোম’-এ যান। সেখানে সংস্থার বাসিন্দাদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ২০টি কম্বল প্রদান করা হয়।

হোমের মহিলা বাসিন্দাদের সঙ্গে প্রতিনিধি দলটি ইন্দিরা গান্ধীর জীবন, কর্মযজ্ঞ ও বিশ্বনেত্রী হিসেবে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন। দেশাত্মবোধক গানের সমবেত পরিবেশনার মাধ্যমে এদিনের কর্মসূচির সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *